শেখ হাসিনার পদত্যাগের খরব ছড়িয়ে পড়ার সাথে সাথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিজয় উৎসবে মেতে উঠে ছাত্র-জনতা।সোমবার দুপুর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বিজয় উৎসবে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিকদলসহ বিভিন্ন মত ও পেশার মানুষ। কেউ জাতীয় পতাকা হাতে আবার কেউ লাঠি হাতে বিজয় মিছিল করে। অনেকে মোটরসাইকেলে জাতীয় পতাকা নিয়ে যোগ দেয় আনন্দ মিছিলে। অনেকে আবার একে অপরকে মিষ্টিমূখ করিয়ে আনন্দ প্রকাশ করে। অধিকাংশ মিষ্টির দোকান বন্ধ থাকায় খোলা থাকা হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকানের মিষ্টি নিমিষেই শেষ হয়ে যায়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে হামলা ও সহকারি কমিশনার ভূমি এর গাড়ীতে অগ্নিসংযোগ করেছে। এদিকে সকাল থেকে কারফিউ উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় জড়ো হয়। সেখানে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে এক দফার দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে তারা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ অভিভাবক ও বিভিন্ন পেশার মানুষ।