বিজয় মিছিলে আসাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপার ৬ নং সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে ইরশাদ হোসেন কে হাতুড়ি পিঠা করে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনা টি ঘটেছে সোমবার বিকালে। আহত ইরশাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সংবাদ শুনে আমি শৈলকূপা শহরে বিএনপির বিজয় মিছিলে যোগদান করার জন্য বাড়ি থেকে বের হয়ে গোসাই ডাঙা গ্রামের মধ্যে থেকে দুর্বৃত্তরা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। তাকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে হাসপাতালে রেফার করে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান তিনি এ ব্যাপারে কিছু জানেন না।