নগরীর একটি পুলিশ বক্স ও তিনটি কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। পাশাপাশি কাউন্সিলর কার্যালয়গুলোতে থাকা জরুরী কাগজপত্রসহ আসবাবপত্র ভাঙচুর করে সড়কে নিয়ে অগ্নিসংযোগ করেছে। সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউন্সিলররা।
বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন রয়েল জানান, রোববার দিবাগত রাতে নগরীর সিএন্ডবি রোড ও ১৩ নম্বর ওয়ার্ডের আমতলার মোড় এলাকার কাউন্সিলর কার্যালয়ে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় হামলাকারীরা কাউন্সিলর কার্যালয়ের সকল আসবাবপত্র ভাঙচুর করে রাস্তার ওপর ফেলে আগুন ধরিয়ে দেয়। কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল আরও জানান, শুধু আমার কার্যালয় নয়; বিপরীত পাশে থাকা ট্রাফিক পুলিশের বক্সটিও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।
নগরীর জুমির খান সড়কে থাকা ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ইসরাত জাহান লাভলী জানান, একইদিন রাতে হামলাকারীরা আমার কার্যালয়ও ভাঙচুর করে সকল ফার্নিচার ও কাগজপত্র রাস্তায় নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরআগে একইদিন রাতে নগরীর সিএন্ডবি রোডের পাশে অবস্থিত ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এরআগে ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, জেলা ও মহানগর বিএনপির কার্যালয়, দুদক কার্যালয় ভাঙচুর করা হয়। আর এর আগেরদিন (রোববার ) সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।
সাংবাদিকদের ওপর হামলা ও অগ্নিসংযোগে কুচক্রিরা জড়িত ॥ সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সমন্বয়করা। রোববার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের কর্মসূচি কভারেজ করতে আসা অনেক সাংবাদিকদের ওপর হামলা এবং লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করছি আমাদের কোনো শিক্ষার্থী এ হামলা করেনি। আমাদের আন্দোলনকে পন্ড করার জন্য কিছু কুচক্রি মহল এমন কাজ করেছে।