চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির বাসভবন, জেলা আওয়ামী লীগের কার্যালয়, সদর ভুমি অফিস, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারীর অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) দিনভর দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীসহ শতাধিক আহত হয়েছে।
বেলা ১১টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অসহযোগ কর্মসূচির পক্ষে অবস্থান নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় বেশ কয়েকজন আহত হন। দুপুর ১২ টার দিকে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড থেকে আশপাশের এলাকায় আশ্রয় নেয়। পরে আকস্মিক ধাওয়া করে ফের বাসস্ট্যান্ডে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগ ও অনেক শিক্ষার্থী-অভিভাবক আহত হন। আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভুঁইয়ার ব্যক্তিগত অফিসে প্রবেশ করে ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র ও বাহিরে থাকা মটরসাইকেল ভাঙচুর করে।
এসময় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশেকে রাসুল যাওয়াদ, পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানি, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল হেলাল, যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম, চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম, কনস্টেবল আমেনা বেগম, রুপা, লাভলী, ওবায়েদ উল্লাহ ও আমেনা ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, দীপ্ত টিভি প্রতিনিধি ইব্রাহীম রনিসহ প্রায় শতাধিক আহত হয়। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে। জেলা হাসপাতালের জরুরি বিভাগ জানায় গুরুতর আহত ২৪ জনকে তারা ভর্তি দিয়েছে। আহত ৭২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
এদিকে, বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির বাসা ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে আগুন দেয়। তারা জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারীর অফিস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটোয়ারীর বাড়ি, যুবলীগের আবু পাটোয়ারীর অফিস, জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন মিজির ব্যক্তিগত অফিস ভাঙচুর করে। সন্ধ্যার পর ছাত্রলীগ পাল্ট হামলা চালিয়ে জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে আবারো অগ্নিসংযোগ করে। এ ছাড়া চাঁদপুর সড়ক ভবনে অগ্নিসংযোগ ও জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে হামলা করা হয় বলে জানা যায়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল। কিন্তু শিক্ষার্থীরা বার বার হামলা করে। এতে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আশেকে রাসুল যাওয়াদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খাঁন বলেন, দুর্বৃত্তরা আমার দপ্তরেও ভাঙচুর চালায়। অন্য কোথাও ভাঙচুর কিংবা আগুন দিয়েছে কিনা বলতো পারবো না। তবে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।