নড়াইলের লোহাগড়ায় এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার পর শিক্ষার্থীরা ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর কিছু সময় পর লক্ষীপাশা পৌর আওয়ামী লীগ অফিস থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন ও সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতারা লাঠিসোটা, রামদাসহ একটি মিছিল নিয়ে সিএন্ডবি চৌরাস্তা এলাকায় পৌঁছালে আন্দোলনরত ছাত্ররা ইটপাটকেল ছোঁড়ে। তখন তারা ছাত্রদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষের মধ্যে পড়ে ইটের আঘাতে একটি বাস ও একটি ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে যায়। পরে বিক্ষুব্ধ হামলাকারীরা এনপিপির সভাপতি অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের বাড়ীর গেটে ইট পাটকেল নিক্ষেপ করে।
এ সময় তারা ভিডিও করলি কেন বলে কাজী আল মামুন নামে একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেয়। পরে মোবাইল ফেরত দেয়। অন্যদিকে, তারা লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় একজন সাধারণ মানুষ মিছিল-মোহড়ার ভিডিও করায় তার মোবাইল ভাংচুর করে।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সিএন্ডবি চৌরাস্তা মোড়ে সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি মোঃ আশরাফুল আলম এবং উপজেলা যুবলীগের অন্যতম নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম,এম রাশেদুল হাসান রাশেদ এর নেতৃত্বে নৈরাজ্য ও সন্ত্রাস বিরোধী মিছিলসহ পথসভা চলতে থাকে।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইফুল ইসলাম সরু, শেখ বুলবুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকতে দেখা গেছে।