ঝিনাইদহ কালীগঞ্জে কোটাবিরোধী আন্দোলনকারীরা রোববার বিকাল ৫ টারদিকে শহরে তান্ডব চালায়। এ সময় এমপি আনোয়ারুল আজীম আনারের বাড়ি ভাংচুর করে,আওয়ামীলীগের কার্যালয়, পৌর মেয়রের ব্যাক্তিগত অফিস,একটি খাবার হোটেল,আলী হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ও আগুন ধোরিয়ে পুড়িয়ে দেয়। আওয়ামী লীগের অফিসের সামনে থাকা ৬ টি মটর সাইকেল ভাংচুর করে ও পুড়িয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে রোববার সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলাকালে কালীগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। এ সময় বন্ধ হয়ে গেছে দোকানপাট, আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় কালীগঞ্জ থেকে ঢাকা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে।এর আগে আন্দোলনকারীরা বিকাল সাড়ে ৪ টারদিতে কলাহাটের মোড় থেকে বিশাল মিছিল বের করে মূল শহরে প্রবেশ করেন। এ সময় তাদের হাতে ব্যানারের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের ফেস্টুনসহ লাঠিসোঁটা। এ সময় শহরে ব্যানার-পোস্টার ভাংচুর শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রায় ৮/৯ হাজার ছাত্র জনতা রাজপথে নেমে আসে। এ সময় মিছিল আর স্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে শহর। এদিকে আন্দোলনকে ঘিরে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। সকাল থেকেই কালীগঞ্জ শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হলেও পুলিশ ছিল নমনীয়। সন্ধা সাড়ে ৬ টার দিকে থানা সড়কের বিএনপির অফিস ও পূর্বাসা কাউন্টার ভাংচুর করে ও পুড়িয়ে দেয় কতিপয় লোকজন।
শিক্ষার্থীরা রোববার বিকাল সাড়ে ৪ টারদিকে কলাহাটের মোড়ে জড়ো হতে থাকে এবং মিছিল বের করে। মিছিল থেকে শহরে বঙ্গবন্ধুর বিলবোর্ডের ছবি ভাংচুর করে পুড়িয়ে দেয়। বিকাল সাড়ে ৫ টারদিকে মিছিল নিয়ে ফিরে যাবার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেস্ক ভবনের প্রথম, ২য় ও তৃতীয় তলায় ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। একপর্যায়ে কালীগঞ্জ সারা শহর রণক্ষেত্রে পরিনত হয়।
কালীগঞ্জে সকাল থেকে যানবাহন চলাচল করেনি। দোকানপাট আংশিক খোলা ছিল ও সকাল থেকেই শহর ছিল থমথমে অবস্থা।