দাম্পত্য অনেক সুন্দর। কখনো সেই সম্পর্কে ভালোবাসার ঝলমলে রোদ, আবার কখনো জমে অভিমানের কালো মেঘ। আর প্রত্যেক দম্পতির মধ্যে প্রায়ই যে টুকটাক ঝগড়া-অশান্তি হয় না, তা কিন্তু না। সিরিয়াস বিষয় নিয়েও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পাশাপাশি নানা মজাদার জিনিস নিয়েও সংসারে অশান্তি বেধে যায়। এমন চার মজার বিষয়ের উল্লেখ করা হলো, যেগুলো নিয়ে প্রায়ই প্রত্যেক দম্পতি ঝগড়া করেন। পাখা জোরে ঘুরবে নাকি আস্তে বর্ষার বৃষ্টিতে আবহাওয়া ঠাণ্ডা হয়ে যায়। তখন প্রায়ই না লাগে গরম, না লাগে ঠাণ্ডা। আর এই সময়েই দুই সঙ্গীর মধ্যে মতবিরোধ হয়। কারো মতে, ফ্যান ফুল স্পিডে ঘোরা উচিত, আবার কারো মতে, ফ্যান ধীরে ঘুরলেই বেশি ভালো। এই নিয়ে দুই পক্ষের মধ্যে রীতিমতো কথা-কাটাকাটি শুরু হয়। শেষে সেটা ঝগড়ার পর্যায়ে পৌঁছে যায়। আপনাদেরও যদি এমন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হয়, তাহলে কমেন্ট করে সে অভিজ্ঞতা জানান। ঘুরতে যাওয়ার আগে কোথাও ঘুরতে যাওয়ার আগে প্যাকিং করা অত্যন্ত জরুরি। কিন্তু এই কাজটি স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে করতে বসলেই যত মুশকিল। কারণ প্যাকিং করার সময়ে প্রায়ই দুজনের মতের মিল হয় না। স্ত্রী দুদিনের জন্য বেড়াতে গেলেও চার-পাঁচটি পোশাক নিতে চান। কিন্তু স্বামী চান মাত্র একটি জামা। আর এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। শেষে যদিও স্ত্রীর কথাই মেনে নিতে হয় অধিকাংশ পুরুষকে।
ঘর ঘোছানো নিয়ে ঝগড়া হয়
স্ত্রী বেশ পরিপাটি ঘর পছন্দ করেন। এদিকে স্বামী খুবই অগোছালো। তিনি জায়গার জিনিস জায়গায় রাখতেও জানেন না। এমনকি কোনো জিনিস স্ত্রীর সাহায্য ছাড়া খুঁজেও পান না। এই নিয়ে প্রায় প্রতিদিনই কথা-কাটাকাটি হয় দুজনের। সামান্য ঝগড়াও বাধে। স্ত্রী নিজের ভাগ্যকে দোষ দেন, তার মিনিট কয়েক পরেই সব ঠিক হয়ে যায়। টিভির ভলিয়ম কম হবে, না বেশি প্রায় প্রত্যেক বাড়িতেই সন্ধ্যার পর টিভি চলে। স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে টিভিও দেখেন। কিন্তু টিভির ভলিউম নিয়ে দুজনের তর্কাতর্কি শুরু হয়। একজন টিভির সাউন্ড কম রাখতে পছন্দ করেন তো অন্যজন খুব বেশি ভলিউমে খবর চালান। স্বাভাবিক ভাবেই এই ছোট্ট বিষয়টি থেকে ঝামেলা বেধে যায়। এমনকি রিমোট নিয়ে কাড়াকাড়িও হয়।
সূত্র: এই সময়