যশোরের মণিরামপুরে রোববার বিকেল অনুমান ৪টার দিকে বৈষম্যবিরোধী গণমিছিল থেকে হঠাৎ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এদিন পৌর শহরের প্রধান সড়কগুলো দখলে নিয়ে নেয়। এরপর সরকার পতনের দাবী তুলে রাজগঞ্জ মোড় নামক স্থানে পথসভা করে তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, টানা দু’ঘন্টা তান্ডব চালিয়ে আওয়ামী লীগের নতুন ও পুরাতন দুই দলীয় কার্যালয়, এবং পৌরভবন ব্যাপক ভাংচুর করাসহ অগ্নিসংযোগ করে। তবে এ সময় থানা পুলিশের উপস্থিতি দেখা যায়নি। ঘটনার পরে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ কাজী মহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, হামলাকারীরা দলীয় কার্যলয়সহ পৌরসভা ভবনে ভাংচুর ও তান্ডব চালিয়ে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি করেছে।