১৪৪ ধারা ভেঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের ঘোষিত অসহযোগ আন্দোলনে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল চলাকালে কোন উষ্কানি ছাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগ অফিসসহ মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বেলা ৩টার পর ছাত্র-ছাত্রী ও অবিভাবকরা মেইন বাসষ্ট্যা- থেকে বিক্ষোভ মিছিল বের করলে এতে যোগদেন যুবদল ও ছাত্র শিবির কর্মিরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই মেইন বাসষ্ট্যা-ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শি জানান- সমাবেশ শেষ হওয়ার পর একদল শিবিরের কর্মিরা বাসষ্ট্যা- সড়কের আওয়ামী লীগের পুরাতন অফিসে আগুন ধরিয়ে দেয় এবং পাশে আওয়ামী লীগ অফিসের নতুন ভবনে দরজা ভেঙ্গে চেয়ার ভাংচুর করে। এরই আবার বাজারের মধ্যে যুবলীগের অফিস ও মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নেভায়। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় রাস্তায় আওয়ামী লীগ বা যুবলীগের কোন নেতা কর্মিদেরকে দেখা যায়নি। এ বিষয়ে ছাত্রদের নেতৃত্বদানকারী এম আর আকাশ নামের এক ছাত্র বলেন- আন্দোলনরত ছাত্ররা কেউ নাষকতা করেনি। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আল-মামুন বলেন- কোন উষ্কানি ছাড়াই শান্ত পরিবেশ অশান্ত করার পায়তারা চালানো হয়েছে। নাষকতাকারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।