গাজীপুরের কাপাসিয়ায় কোটা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা রোববার সকাল এগারোটার দিকে সদর বাসটার্মিনাল সংলগ্ন ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্তে জড়ো হতে থাকে। একপর্যায়ে আওয়ামী লীগ দলীয় কর্মীরা লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। পরে আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। পরে তারা বিক্ষোভ মিছিল করে সরকারি ডাকবাংলো এবং স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ সময় আগুনে বেশ কয়েকটি মোটরসাইকেল ভস্মীভূত হয়। পুলিশ তাদের দাঙ্গা হাঙ্গামা ঠেকাতে এবং ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভকারীদের মিছিলে বাধা দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার সজিব মিয়া জানান, স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনের অংশ ও একটি মোটরসাইকেলে আগুন লেগেছে। ঘটনার পর থেকে বিকাল পর্যন্ত এলাকায় ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বড় ধরনের যে কোন সংঘাত এড়াতে থানা পুলিশ সতর্ক রয়েছে বলে জানা গেছে।