পূর্ব ঘোষিত সময় অনুযায়ী গতকাল সকাল ৯টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড মোড়ে লাঠিসোটা হাতে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে চিত্র ছিল ভিন্ন। শুধু শিক্ষার্থী নয়। মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় বেঁধে মাঠে ছিল বিএনপি, যুবদল, ছাত্রদল ও তাদের অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। সকাল ১০টায় মহাসড়কে সহ¯্রাধিক লোকের সমাগম ঘটে। একই সময়ে বিএনপি জামায়াতের নৈরাজ্য বিশৃঙ্খলার বিরূদ্ধে সরাইল আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি থাকায় উভয় শিবিরেই ছিল টানটান উত্তেজনা। শঙ্কায় ছিলেন সাধারণ মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে কুট্রাপাড়া মোড়ে আওয়ামী লীগের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সকাল ১১টার দিকে গাছেন গোল ফেলে মহাসড়কে যান চলাচল একেবারে বন্ধ করে দেন তারা। ফলে মহাসড়কের তিন দিকে তীব্র যানজট লেগে যায়। চালক যাত্রী ও পথচারিদের দূর্ভোগ বেড়ে যায়। সরজমিন অনুসন্ধান ও দলীয় সুত্র জানায়,
রোববার আবারও বিশ্বরোড মোড়ে এক দফা দাবী আদায়ে অসহযোগ আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে যুক্ত হয়েছে স্থানীয় বিএনপি অঙ্গসংগঠন ও জামায়াত। এই কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা গত শনিবার দিবাগত রাতে সরাইল উপজেলার সকল গ্রাম পাড়া ও মহল্লায় অর্গেনাইজ করেছেন। অপর দিকে গতকাল একই সময়ে সরাইল উপজেলা আওয়ামী লীগ আন্দোলনের নামে শিক্ষার্থীদের কাঁধে ভর করে জামায়াত শিবির ও বিএনপি’র দেশ ব্যাপি বিশৃঙ্খলা, নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সদর ইউপি আওয়ামী লীগের সম্পাদক মো. বিল্লাল মিয়া। ওই সভায়ও সকাল থেকেই মিছিল করে লোকজন আসতে থাকে। একই দিনে ও সময়ে উভয় পক্ষের কর্মসূচিকে ঘিরে সরাইল সদর ও বিশ্বরোড মোড় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। প্রশাসনও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিল। তবে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছিল অজানা শঙ্কা। পোনে ১১টার দিকে নাসিরনগর উপজেলা,শাহজাদাপুর, শাহবাজপুর, নোয়াগাঁও, পাকশিমুল, চুন্টা, সরাইল সদর ও কালিকচ্ছ থেকে দল বেঁধে বিশ্বরোড মোড়ে যাচ্ছিল আন্দোলনকারীরা। কুট্রাপাড়া মোড়ে বাঁধা দেয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের কিছু নেতা কর্মী। শুরূ হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ১০ জন। বেশীক্ষণ ঠিকতে পারেনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন গ্রƒপটি। ১১ টায় মহাসড়কের কুট্রাপাড়া মোড়ে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিশ্বরোড মোড় থেকে কুট্রাপাড়া মোড় পর্যন্ত মহাসড়কটি তাদের দখলে নিয়ে নেয়। একসময় কাগজ ফেলে সড়কের উপর আগুন জ¦ালিয়ে দেয়। প্রধান মন্ত্রীর পদত্যাগের দাবীতে মিছিল আর স্লোগানে উত্তপ্ত করে তুলে মহাসড়ক। ২ ঘন্টা পর তার সড়ক ছেড়ে লাঠিসোটা হাতে সরাইল সদরে মিছিল সহকারে প্রবেশ করে। এ সময় তারা হাসপাতাল মোড় থেকে শহীদ মিনার চত্বর পর্যন্ত দুই পাশের সরকারী ও ব্যক্তিগত সকল সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। আওয়ামী লীগ নেতার, দলের বা নৌকার ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন গুলো ভেঙ্গে দেয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, আমরা উভয় কর্মসূচি সম্পর্কেই অবগত ছিলাম। নাশকতা নয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।
প্রসঙ্গত: সারাদেশের ন্যায় সরাইলেও কোটা সংস্কারের দাবীতে কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবী মেনে নেওয়ার পর এখন চলছে এক দফা দাবী আদায়ের আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করে এখন মাঠে আছে বিএনপি জামায়াত। তারা সকলেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে আন্দোলন করছেন।