সরকার পতনের এক দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে পাবনার চাটমোহরে রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সকালে চাটমোহর পৌর শহরের নতুন বাজার জার্দিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি চাটমোহর বাইপাস সড়ক দিয়ে মহিলা কলেজ, বাসস্ট্যান্ড, সরকারি কলেজ, স্টার মোড়, থানা মোড়, জিরো পয়েন্ট, শাহী মসজিদ মোড়, উপজেলা পরিষদ সড়ক, বালুচর হয়ে জার্দিস মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনে যোগ দেন অভিভাবকরা। বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ সতর্ক অবস্থায় ছিলো। আওয়ামী লীগ ও ছাত্রলীগ পাল্টা মিছিল করলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেলেও শিক্ষার্থীরা ফের বিক্ষোভ মিছিল বের করে।
এ আন্দোলনের শুরুর দিন রোববার পৌর শহরের অধিকাংশ দোকান-পাট খোলা হয়নি। সড়কে যানবাহনও ছিল কম। বিকেল হতেই পৌর শহর যেন জনশুন্য হয়ে পড়ে।