পাবনার চাটমোহর উপজেলার ব্যস্ততম চাটমোহর রেলওয়ে স্টেশনে এখন আর নেই কোন কোলাহল। নেই হকারদের হাঁকডাক। চারিদিকে যেন সুনসান নীরবতা। রেলওয়ে স্টেশনের প্লাটফরমের পাশের প্রায় সকল দোকানই বন্ধ। দু’একটি দোকান খোলা থাকলেও বেচাকেনা নেই বললেই চলে। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। সন্ধ্যার পর স্টেশনে নিস্তব্ধতা নেমে আসে। অথচ ক’দিন আগেও এই স্টেশনে দিনরাত যাত্রী,ব্যবসায়ী,হকার আর দর্শনার্থীদের পদচারনায় মুখর ছিলো। স্টেশনের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান,ব্যবসা প্রায় বন্ধ। আশপাশের এলাকার দু’চারজন আসেন চা পান করতে। আরেক ব্যবসায়ী আঃ জলির বললেন,ব্যবসা না থাকায় পরিবার পরিজন নিয়ে দূর্দিনে আছি। কবে যে ট্রেন চলাচল শুরু হবে। দেশের এই অবস্থার পরিবর্তন হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের পুরোনো সেটশনগুলোর মধ্যে চাটমোহর অন্যতম। এ উপজেলায় গফুরাবাদ ও গুয়াখড়া নামে আরো দু’টি স্টেশন রয়েছে। কিন্তু সেগুলো প্রায় বন্ধ। চাটমোহর রেলওয়ে স্টেশনে প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন ছাড়াও লোকাল ও মেইল ট্রেন যাত্রা বিরতি করে। পণ্রবাহী ট্রেনও এখানে অবস্থান করে। শত শত যাত্রী এই স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করে থাকে। ট্রেন বন্ধ থাকায় অনেকেই ঝ*ািক নিয়ে সড়ক পথে চলাচল করছেন।
স্টেশন মাস্টার মহিবুল হাসান জানান, গত ১৯ জুলাই থেকে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে সে নির্দেশনা পাওয়া যায়নি। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা কর্মকান্ডের কারণে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করেছে।