বৈসম্য বিরোধী কোটা আন্দোলনকারীদের সকল যৌক্তিক দাবী মেনে নেওয়ার পরও তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের যে এক দফা দাবী তুলেছে তার কোন রাজনৈতিক ভিত্তি নেই। আসলে এখানে কোটা কোন ইস্যু নয়। তাদের এই উদ্দেশ্য কোন দিন সফল হবে না। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার পাশে আছি। রোববার সকালে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে অব্যহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসাবে বাগমারা উপজেলা আ.লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগমারার সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলেন। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুলের সঞ্চলনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহসভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন ে জলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান মকবুল মৃধা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা বেগম, জেলা পরিষদ সদস্য মাষ্টার জাফর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, ছাত্রলীগ নেতা মোয়াজেজম হোসেন প্রমূখ।