বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ ঘিরে বরিশাল নগরীতে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে আন্দোলনকারীরা।
রোববার বেলা ১২টার পর থেকে মহাসড়কে আগুন জ¦ালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে পরে। দুপুর পৌনে একটার দিকে চৌমাথা থেকে নবগ্রাম সড়কে ঢুকে দখল করে নেয় আন্দোলনকারীরা। তারা নবগ্রাম সড়কে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের মমতাজ ভিলায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। একইসময় বাসার গেটের মধ্যে এবং সামনের সড়কে ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় যে ছবি তুলতে গেছে তাকেই মারধর করে হাতে থাকা মোবাইল ফোন ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।
জানা গেছে, নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বেলা দুইটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসক ডাঃ এএসএম সায়েম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত টুটুলের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর আঘাতগুলো এমনভাবে করা হয়েছে যে মাথার খুলির ভেতরে থাকা অনেক কিছুই বাইরে বের হয়ে গেছে। ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ দিপু জানান, নগরীর করিম কুটির এলাকায় আন্দোলনকারীরা আকস্মিক হামলা চালায়। এ সময় সেখানে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতা টুটুলকে কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় টুটুল চৌধুরীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে বেলা ১১টার দিকে চৌমাথা থেকে নবগ্রাম সড়কে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহড়া দিয়ে নগরীর সদর রোডে অবস্থান করে বিএনপির কার্যালয়সহ সামনে থাকা দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিমন্ত্রীর বাসার কাছাকাছি পুলিশ অবস্থান নিয়ে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল কোন নেতৃবৃন্দকে রাজপথে দেখা যায়নি। অপরদিকে জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলায় স্থানীয় পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সৈকত গুহ পিকলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর অংশে দিনভর মোটরসাইকেল মহড়া অব্যাহত রাখায় সেখানে আন্দোলনকারীরা কেউ মাঠে নামতে পারেননি। তবে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদ-পদবীধারী কোন নেতৃবৃন্দকে রাজপথে দেখা যায়নি। অপরদিকে বানারীপাড়া উপজেলার আন্দোলনকারীরা সড়কে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করেছেন।