চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথমদিনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্র জনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার সকালে কলেজ মোড় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কে কলেজ মোড় সিএনজি ষ্টেশনে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় নাসিরনগর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিহত সহপাঠিদের হত্যার বিচার ও এক দফা দাবিতে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ ও সমাবেশ করে। তবে “ভূয়া, ভূয়া, ভূয়া” শ্লোগানে মুখরিত ছিল সমাবেশস্থ। কর্মসূচি শুরুর আগেই উপজেলা সদরের প্রধান সড়কে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: ইমরানুল হক ভূইয়া, সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট রবিউস সারোয়ার ও থানার অফিসার ইনর্চাজ মো: নুরে আলমের নেতৃত্বে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। তবে পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে কোন ধরনের বাধাঁ দেয়নি। অবস্থান কর্মসূচীর সময় নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।