পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ মিছিল করেছে। মিছিল চলাকালে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের সাথে মিছিলকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে ভাংচুর করা হয় জেলা বিএনপি অফিস। আতঙ্কিত দোকানীরা শহরের দোকানপাট বন্ধ করে দিয়েছে।
ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও সরকার পতনের এক দফা দাবীতে শিক্ষার্থীরা রোববার দুপুরে পিরোজপুর শহরের পুরনো বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে। মিছিলে শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারন মানুষকেও অংশ নিতে দেখা গেছে। এতে মিছিলটি গণমিছিলে রূপ নেয়। মিছিলকারীরা শহরের বাইপাস সড়ক ঘুরে আবার ওই বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান নেয়। মিছিলটি শহরের অবকাশ হোটেল মোড়ে গেলে সেখানে ওই ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ভাংচুর করা হয় জেলা বিএনপি অফিস ও মহিলা কলেজ রোডের পাশে থাকা অন্তত: ৩০ টি মোটর সাইকেল।
এদিকে পুরনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানরত বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা যে কোন সময় শহরে ঢোকার চেষ্টা করতে পারে এ কারণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে শহরের প্রধান সড়ক বন্ধ করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।
পুরনো বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, তাদের এক দফা দাবী সরকারের পদত্যাগসহ শিক্ষার্থী ও সাধারন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার বিচার করতে হবে। এ আন্দোলকালে যাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহারসহ অবিলম্বে মুক্তি দিতে হবে।