মুন্সীগঞ্জে জেলা শহরে সকাল থেকে ছাত্র-জনতা ছাত্রলীগ যুবলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুহেনা মোহাম্মদ জামাল নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান সকাল থেকে হাসপাতালে ৩০/৪০ জন চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৯ ঘটিকায় সুপার মার্কেট এলাকায় ছাত্র জনতা অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগ যুবলীগ আন্দোলনকারীদের উপর হামলা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়। এক পর্যায় ছাত্রলীগ যুবলীগ কর্মীরা পিছু হটলে আন্দোলনকারীরা সুপার মার্কেট চত্বরে র্যাংগস ভবনের সামনে রাখা ৬ টি হোন্ডা ভাঙচুর ও আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। ১৫ আগস্টের তোড়নে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী আন্দোলনকারীদের দাওয়া দিলে ছাত্র জনতা পুলিশ ও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পুরা সুপার মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সমস্ত শহরের দোকান পাট অফিস আদালত বন্ধ হয়ে যায়। পুলিশ ব্যাপক টিয়ার গ্যাস ও রাবার বুরেট ছুড়ে ও ছত্র-জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আন্দোলনকারীরা কৃষি ব্যাংক, পিটিআই ও সদর হাসপাতাল সড়ক দখল করে রেখেছে। সকাল থেকে আন্দোলনকারীরা বিভিন্ন দিক থেকে সুপার মার্কেট এলাকা দখলের চেষ্টা করে। দুপক্ষের মধ্যে সকাল থেকে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ আন্দোলনকারীদের প্রতিহত করতে শত শত রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। একই সাথে আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগ কর্মীরা ককটেল ও ইটপাটকেল মারে। এদিকে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকা আন্দোলনকারীরা দখলে নেয়। বন্ধ হয়ে যায় ঢাকা টংগবিাড়ী ও মুন্সীগঞ্জ টংগীবাড়ী সড়কে যানবাহন চলাচল। বেতকা, আব্দুল্লাপুর সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পুরো জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।