ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ সকাল ১১ টা থেকে মহাসড়কে লাঠিসোটা হাতে নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। মাঝে মহাসড়কের কুট্রাপাড়া মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সূত্র জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরাইলের শাহবাজপুর, শাহজাদাপুর, নোয়াগাঁও, সরাইল সদর, চুন্টা ও কালিকচ্ছ থেকে বিশ্বরোড মোড়ের দিকে রওনা দশিক্ষার্থীরা। কুট্রাপাড়া মোড়ে আসার পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একদল তাদের বাঁধা দেয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উপয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে মিছিল করে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা মহাসড়কের মাঝখানে গাছের গোল ফেলে কাগজ দিয়ে আগুন জ¦ালিয়ে দেয়। বর্তমানে শিক্ষার্থীদের দখলে রয়েছে কুট্রাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত মহাসড়ক। এক ঘন্টারও অধিক সময় ধরে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। সড়কেই আটকে আছে সিলেট, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও চট্রগ্রামগামী যাত্রী ও পথচারিরা।