ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড মোড়ে এক দফা বাস্তবায়নের দাবীতে রোববার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। গত শনিবারই শিক্ষার্থীরা এ ঘোষণা দিয়েছিল। অপর দিকে আজ সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জামায়াত শিবির ও বিএনপি’র দেশ ব্যাপি নৈরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে এক সভার আহবান করেছেন সরাইল উপজেলা আওয়ামী লীগ। উভয় কর্মসূচিকে ঘিরে সরাইলে বিরাজ করছে টানটান উত্তেজনা। জনমনে তৈরী হয়েছে শঙ্কা। বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ প্রস্তুতি ও চেষ্টা রয়েছে প্রশাসনের।
সূত্র জানায়, সারাদেশের ন্যায় সরাইলেও কোটা সংস্কারের দাবীতে কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবী মেনে নেওয়ার পর এখন চলছে এক দফা দাবী আদায়ের আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা এখন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে আন্দোলন করছেন। এরই অংশ হিসাবে গত শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে প্রায় দুই ঘন্টা কর্মসূচি পালন করেছে কয়েকশত শিক্ষার্থী। এরমধ্যে অবস্থান কর্মসূচি, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ছিল। প্রশাসনের সর্বোচ্চ সর্তকতায় শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি গুলো বাস্তবায়ক করেছে শিক্ষার্থীরা। পুনরায় শনিবার আবারও বিশ্বরোড মোড়ে এক দফা দাবী আদায়ে অসহযোগ আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা গত শনিবার দিবাগত রাতে সরাইল উপজেলার সকল গ্রাম পাড়া ও মহল্লায় অর্গেনাইজ করেছেন। অপর দিকে আজ একই সময়ে সরাইল উপজেলা আওয়ামী লীগ আন্দোলনের নামে শিক্ষার্থীদের কাঁধে ভর করে জামায়াত শিবির ও বিএনপি’র দেশ ব্যাপি বিশৃঙ্খলা, নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভার আহবান করেছেন। সভার পর চলবে বিক্ষোভ মিছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সদর ইউপি আওয়ামী লীগের সম্পাদক মো. বিল্লাল মিয়া। ওই সভায়ও সকাল থেকেই মিছিল করে লোকজন আসছেন। একই দিনে ও সময়ে উভয় পক্ষের কর্মসূচিকে ঘিরে সরাইল সদর ও বিশ্বরোড মোড় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। তবে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে অজানা শঙ্কা। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, আমরা উভয় কর্মসূচি সম্পর্কেই অবগত আছি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা বজায় থাকবে।