দেশের চলমান পরিস্থির মধ্যেই হঠাৎ পাবনার ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তা বদলি করা হয়েছে। তবে এতোজন পুলিশ কর্মকর্তাকে এক সঙ্গে বদলির কোন কারণ জানা যায়নি। এরা হলেন-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, সহকারী উপপরিদর্শক আজাবুল ইসলাম, ডিএসবির উপপরিদর্শক শহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক আমির হামজা, সহকারী উপপরিদর্শক সায়েদুল ইসলাম, উপপরিদর্শক শহিদুল ইসলাম, উপপরিদর্শক আবদুল হাই মোত্তালেব ও উপপরিদর্শক আকরামু ইসলাম। এদের মধ্যে ওসি নাজমুল হককে ডিআইজি রংপুর রেঞ্চের কার্যালয়ে ও বাকিদের সিলেট, বান্দরবন ও রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে। এ বিষয়ে ওসি নাজমুল হক বলেন, গত ১ আগস্ট তিনি বদলির আদেশ পেয়েছেন। তবে কি কারণে তাদের বদলির করা হয়েছে তা জানাতে পারেননি।পাবনা পুলিশ সুপার মো. আবদুল আহাদ বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো এই সংক্রান্ত পরিপত্র পেয়েছেন তিনি।