কোটা পদ্ধতি সংস্কারের দাবির সমর্থনে এবং শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ বিজয় চত্বরে ওই মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালিত হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা বীরগঞ্জ বিজয় চত্বরে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর এলাকা। মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে যোগদেন বিভিন্ন পেশাজিবী ও অবিভাবকগণ।
এ সময় শহরে কোন পুলিশের উপস্থিতি পরিলক্ষিত না হওয়ায় শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচি শেষ হয়।