সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবীতে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর বাড়ী বাগেরহাটের কচুয়া উপজেলায়।৩ জুলাই বিকালে নিহত সুমনকে তার নিজ বাড়িতে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অর্নার জানিয়ে শেষকৃত্য সম্পান্ন করা হয়েছে। সুমন গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে।এ সময়ে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসানবাবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
শুক্রবার ( ২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। তিনি খুলনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, নিহত সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪বছরের একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম স্নিগ্ধা ঘরামী। পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছে। মা গীতা রানী ও স্ত্রী মিতু রানী প্রায় পাগলীনী। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান চেয়ারম্যান লিটন মোল্লা।।