প্রতিদিনের মতো নাজমা ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। এরপর ব্রাশ নিয়ে যান আয়নার সমানে। কিন্তু আয়নায় নিজেকে দেখে খুবি অবাক হন তিনি। কারণ তাঁর মুখের এক দিক বেঁকে গেছে। কুলি করতে গেলেন, কিন্তু পানি ঠোঁট দিয়ে গড়িয়ে পড়ছে। এতে নাজমা কিছুটা ভয়ও পেলেন। নাজমার মুখের এই উপসর্গের কারণ হলো তাঁর মুখের পেশি দুর্বল হয়ে এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। এই সমস্যায় শুধু নাজমা নন, আরও অনেকেই পড়তে পারেন।
যেসব কারণে মুখ বেঁকে যেতে পারে-
আমাদের মুখের পেশিগুলোতে নিয়ন্ত্রণ করে মুখমণ্ডলের স্নায়ু বা ফেশিয়াল নার্ভ। যখন এই স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তখন মুখের পেশি শক্তি হারিয়ে ফেলে। তখন মুখ বেঁকে যায়। ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. চন্দ্রশেখর বালা বলেন, 'কয়েকটা কারণে মুখ বেঁকে যেতে পারে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে, ব্রেইন স্ট্রোক। যেদিকে মুখ বেঁকে গেছে, সেদিকে যদি হাত, পা অবশ হয় তাহলে বুঝতে হবে স্ট্রোকের কারণে মুখ বেঁকে গেছে। আবার কথা বলতে গিয়ে যদি তিনি জড়িয়ে যান তাহলেও বুঝতে হবে স্ট্রোকের কারণে মুখ বেঁকে গেছে।' দ্বিতীয় কারণ হিসেবে এই চিকিৎসক জানান, আমাদের মুখের মাংসপেশিতে যে নার্ভ থাকে সেটার নাম ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভে ভাইরাস ইনফেকশনের কারণেও মুখ বেঁকে যেতে পারে। একে ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি বলে। এই উপসর্গে বেশির ভাগ মানুষ এক থেকে তিন বছরের মধ্যে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। অন্যদিকে তৃতীয় কারণ হিসেবে ডা. চন্দ্রশেখর বালা উল্লেখ করেন ফেসিয়াল নার্ভ মাংসপেশিতে যাওয়ার পথে আঘাত পাওয়ার বিষয়টি। তিনি বলেন, 'এই আঘাতের কারণে ফেসিয়াল নার্ভ ক্ষতিগ্রস্ত হয়,এ কারণেও মুখ বেঁকে যেতে পারে। এই উপসর্গ থেকে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে।' আরেকটা কারণের জন্যও খুব অল্প সময়ের জন্য মুখ বেঁকে যায়, আবার ভালোও হয়ে যায়। এটাকে হেমিফেসিয়াল স্প্যাজম বলে। এই উপসর্গ খুব কম সময়ের জন্য হয়ে থাকে বলে জানান ডা. চন্দ্রশেখর বালা।
হঠাৎ মুখ বেঁকে গেলে যা করতে হবে
মুখ বেঁকে যাওয়ার কারণে মুখের এক দিকটা ঝুলে পড়ে। পেশি নাড়ানো যায় না এবং চোখ খুলতে ও বন্ধ করতে সমস্যা হয়। এ ছাড়াও মুখ দিয়ে ফুঁ দেওয়া যায় না এবং হাসতে গেলে মুখ বেঁকে যায়। আবার খেতে গিয়ে মুখের এক দিক দিয়ে সব পড়েও যায়। এ ক্ষেত্রে করণীয় বিষয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডা. চন্দ্রশেখর বালা বলেন, 'মুখ বেঁকে যাওয়ার কারণ অনুসন্ধান করে চিকিৎসা শুরু করতে হবে। মুখ বেঁকে গেলে প্রথমে উপসর্গের কারণটা খুঁজে বের করতে হবে। এরপর উপসর্গ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি ফিজিওথেরাপিস্টের শেখানো ব্যায়াম করতে হবে।'