জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক ও ভটভটির মখোমুখি সংর্ঘষে ট্রাক চালক আবদুস সালাম (৪৮) এর মৃত্যু হয়েছে। নিহত আবদুস সালাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পারলক্ষিপুর গ্রামের মসলিম উদ্দিনের ছেলে। গত শনিবার বেলা ৩টায় ইটাখোলা আক্কেলপুর সড়কের আয়মাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ট্রাক চালক আবদুস সালাম ইটাখোলা বাজার থেকে খালি ট্রাক নিয়ে আক্কেলপুর যাওয়ার পথে আয়মাপুর নামক স্থানে এসে পৌঁছলে অপর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সঙ্গে মখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকের সামনের কেবিন দুমড়ে মুচড়ে চালকের আসনেই চালক আটকে যায় এবং কেবিনের একটি ভাঙ্গা লোহা চালকের গলার ভিতর ঢুকে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়। পরে ট্রাক ও ভটভটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।