খুব কমা কথা বলেন ব্যান্ডতারকা জেমস। কনসার্ট-এর বাইরে তাকে অন্য কোথাও দেখা যায় খুব কম। একেবারে নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন তিনি। বেশির ভাগ সময় থাকেন নীরবই। তবে এবার সাড়া দিলেন। দেশে চলমান কোটা সংস্কারে আন্দোলনে ছাত্রদের দাবির সঙ্গে একমত হয়েছেন অনেক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জেমসও। শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে অনেকেই ফেসবুক ওয়ালে প্রফাইল ও কাভার ফটোতে লাল রং দিয়ে রেখেছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন জেমস। গত বৃহস্পতিবার লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন নগরবাউলখ্যাত জেমস। গত শুক্রবার দেখা গেল সেই ছবিতে ৫০ হাজার রিঅ্যাক্ট, তিন হাজার ৮০০ মন্তব্য এবং শেয়ার হয়েছে তিন হাজারের বেশি। মন্তব্যের ঘরে কৃতজ্ঞতা জানিয়ে সবাই শিল্পীর প্রশংসা করছেন, দিচ্ছেন ধন্যবাদ। কেউ কেউ ছাত্র আন্দোলন নিয়ে জেমসের কাছে নতুন গানেরও আবদার তুলেছেন।