কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বিকেলে দুলালপুর বাজার ও দুলালপুর-রামকৃষ্ণপুর সড়কে বৈষম্য বিরোধী নানা শ্লোগানে এই কর্মসূচি পালন করে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হোমনা থানা পুলিশ ছিল তৎপর।
ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে হোমনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ কিছু সময়ের জন্য মিছিলে যোগ দিয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।
নাজমা বেগম বলেন, 'ছাত্রদের ন্যায্য দাবির সঙ্গে একমত পোষণ করে অভিভাবকদেরও এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাই।'
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, 'বেলা তিনটা বিশ মিনিটের দিকে দুলালপুরে একটি মিছিল হয়েছে। তারা পনেরো বিশ মিনিটের মতো ছিল। কোনো সহিংস ঘটনা ঘটেনি।'