বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হিলি হাকিমপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে অংশ নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৪ টায় হিলি স্থলবন্দরের প্রাণ কেন্দ্র চার মাথায় জড়ো হয় তারা। সেখানে থেকে বন্দরের প্রধান প্রধান সড়ক ও হিলি বাজার বিক্ষোভ মিছিল করে। এরপর বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষনি করে আবারও চার মাথায় গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও বিক্ষোভ মিছিলে দেখা যায়। মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারমাথা এলাকা। তবে হিলি স্থলবন্দরের প্রাণকেন্দ্র চারমাথায় শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ ছিল।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা চারমাথায় মিছিল নিয়ে এলেও তাদের বাধা দিতে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ছাত্রদের ৯ দাফা দাবি মেনে নিয়ে সরকারের প্রতি আহবান জানান।