দেশ ব্যাপী সব ধরনের সহিংসতা, হত্যার বিচার ও সকল নিরপরাধ শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজিব পুর উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে রাজিবপুর উপজেলা শহর ও রাজিব পুর বাজারের অলিগলি প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে পনের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে রাজিব পুর মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভা করে বিক্ষোভ মিছিল শেষ করা হয়।