ঠাকুরগাঁও রাণীশংকৈলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী যাত্রীছাউনি মোড় এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে ধরলে, ছাত্রলীগের কিছু নেতাকর্মি মিছিল করতে নিষেধ করেন। ছাত্রলীগের নেতাকর্মিদের নিষেধ উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। এ সময় আহসান হাবীব নামে একজন শিক্ষার্থী মাইকে বিভিন্ন স্রােগান দেন।
স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, আমরা এখানে কারো কোন ক্ষতি করতে আসিনি। একটি প্রতিবাদ জানাতে এসেছি। প্রতিবাদ করেই চলে যাবো। এ সময় ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করার জন্য বলেন।তবে শিক্ষার্থীরা ১০মিনিট কর্মসূচি পালন করার অনুরোধ করেন। এ সময় ঘটনাস্থলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান ও ওসি জয়ন্ত কুমার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেদের নিয়ে আন্দোলনকারীদের ঠিক বিপরীত দিকে অবস্থান নিয়েছিলেন। পরে শিক্ষার্থীরা শিবদিঘী যাত্রী ছাউনি ছেড়ে মিছিল নিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে দিয়ে পুনরায় যাত্রী ছাউনিমোড় গিয়ে অবস্থান নেয়। এ সময় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং রাস্তায় বসে পড়েন।
আধাঘন্টা পর তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে রাণীশংকৈল ডিগ্রী কলেজ অভিমুখে গিয়ে পুনরায় শিবদিঘী যাত্রী ছাউনি ফিরে এসে সন্ধায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের কর্মসূচি ঘোষনা করে তাদের কর্মসূচি সমাপ্ত করেন। জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়ন্ত কুমার বলেন,শিক্ষার্থীদের কর্মসূচি পালনে পুলিশ বাধা দেয়নি। এছাড়াও কোন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বলে তিনি জানিয়েছেন।