ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বিধবা মহিলার বাড়িতে চুরি করতে এসে সুজন মিয়া (৪৫) নামে এক চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতার। এ সময় চোরের দলকে ধাওয়া করতে গিয়ে বাড়ির মালিক সাহার বেগম নামে এক বিধবা আহত হয়।
গত শুক্রবার রাতে গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে এ ঘটনা ঘটে। আটকৃত চোর সুজন মিয়া পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের মৃত নুরুল আমিনের স্ত্রী বিধবা সাহারা বেগমের বসত ঘরের তালা ভেঙ্গে সুজন মিয়ার নেতৃত্বে ৭/৮ জনের সংঘবদ্ধ চোর ঘরে প্রবেশ করে। এ সময় সাহারা বেগমের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সংঘবদ্ধ চোরের দলকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোরের দল পালিয়ে গেলেও সুজন মিয়া নামে এক চোর জনতার হাতে আটক হয়। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে হাতে দেয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান জানান, এ ঘটনায় বিধবা মহিলার দেবর হামেদ আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।