জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয় কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার সকালে জেলা ডিবির অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার জানান, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে উজিরপুরের শিকারপুর বাসস্ট্যান্ডের সংযোগ সড়কে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কাজী তোফাজ্জল হোসেন ফাহাদ (২৩) নামের এক মাদক বিক্রেতাকে নয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফাহাদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খাটরা গ্রামের কাজী গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।