কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের কামারিভিটা ও খলাহাটি গ্রামবাসীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসীর মধ্যে তুমুল সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এই ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি শান্ত হয়। গুলিবিদ্ধ দিলালপুর ইউনিয়নের ৩ ওয়ার্ড বর্তমান মেম্বার মোঃ সবুজ মিয়া (৪৫) ও গুরুতর আহত মৃত রহিম মিয়ার স্ত্রী হাসুরা খাতুন (৫৫) কে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাবুল মিয়ার গং এর দুই তিনশত লোক আক্রমণ চালায়। পরে এই ঘটনায় তাদের লোকজন জালোয়াপাড়ার মৃত রহিম মিয়ার বাড়ি-ঘর ভাংচুর, লুট-পাট ও বাজারের দুইটি দোকান ভাংচুর হয়েছে বলে খবর পাওয়া গেছে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুর্শেদ জামান এ প্রতিবেদককে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী পাঠানোর পর পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে বলে উল্লেখ করেন।