সারা দেশের ন্যায় পুঠিয়ায় কারফিউ থাকায় কর্মজীবি এবং যুবসমাজ মাদক নেশায় জড়ানোর অভিযোগ উঠেছে। আর মাদককারবারিরা অলস লোকদের টার্গেট করে মাদক কেনাবেচা বৃদ্ধি করেছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। সারা দেশের ন্যায় পুঠিয়ায় কারফিউ চলছে। কিন্তু কর্মজীবি এবং যুবসমাজ ঘরে অলস বসে রয়েছে। মানুষের কাজ নেই কর্ম নেই শুধু শুধু বসে থাকা।
এই সুযোগে পুঠিয়া এবং বেলপুকুর থানা এলাকা দুইটিতে মাদককারবারিরা বেপরোয়া হয়ে ওঠে। অলস সময় অতিবাহিত করতে কিছু মানুষ মাদক সেবন করছে। মাদককারকারিরা অলস ব্যক্তিদের টার্গেট করে মাদককারবারিরা নিজেদের উদ্যোগে বিভিন্ন রকম মাদক সেবনকারীদের চাহিদা মোতাবেক বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এদিকে দেখা গিয়েছে বেশিরভাগ মাদক সেবনকারীরা উঠতি বয়সী কিশোর কিংবা বেকার যুবসমাজ। গত ৪ জুলাই উপজেলার গন্ডগোহালী এলাকাবাসীরা রানা নামের এক মাদককারবারির মাদক কেনাবেচায় করায়। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ১৯৬ জন গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা চেয়ারম্যান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পুঠিয়া সার্কেলকে অনুলিপি দিয়েছে। আর পুঠিয়া থানায় শতাধিক এলাকাবাসী উপস্থিত হয়ে অভিযোগটি থানার ওসির নিকট জমা দিয়েছে। গন্ডগোহালী গ্রামের নুরুল ইসলাম মধু বলেন, মাদককারবারি রানা চ্যালেঞ্জ করে বলছে,পুলিশ র্যাব প্রশাসনকে ম্যানেজ করে আমি ব্যবসা করি।
এলাকার কেউ আমাকে কিছু করতে পাড়বে না। এলাকাবাসীরা লিখিত অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অধ্যবধি কোনোরুপ পদক্ষেপ গ্রহন করেনি। গন্ডগোহালী এলাকাবাসীর মতো প্রতিদিন মৌখিক অভিযোগ একাধিক স্থান হতে দেওয়া হচ্ছে কিন্তু সংশ্লিষ্টরা গুরুত্ব দিচ্ছে না। পৌর সদরের ৪নং ওয়ার্ডের আদিবাসি পাড়ায় প্রতিদিন হাজার হাজার লিটার চোলাই মদ উৎপাদন এবং বিক্রি করা হচ্ছে। এলাকাবাসীরা একাধিকবার মৌখিক থানায় অভিযোগ দিয়ে কোনো সুরাহা পাঁচ্ছে না।
চোলাই মদ খেয়ে অনেকে বেহুস হয়ে যেখানে সেখানে পরে থাকতে দেখা যায়। আবার কেউ মদ খেতে এসে চুরি করে নিয়ে যাচ্ছে। থানা হতে আদিবাসি পাড়ার দুরত্ব মাত্র প্রায় ৫শত মিটার হবে। এছাড়াও মোল্লাপাড়া,কান্দ্রা গুচ্ছুগ্রাম, ধোপাপাড়া, ফুলবাড়ি, নামাজগ্রাম, শিবপুর বাজার, বানেশ্বর হাট এলাকা,পীরগাছা তালুকদার গুচ্ছগ্রাম, বেলপুকুর থানা এলাকায় মাদকবারবারিরা সক্রিয় হয়ে উঠেছে, পুঠিয়া রাজবাড়ী বাজার এলাকা। কিছু মাদককারবারি আবার পুঠিয়া-দুর্গাপুর এলাকার একজন নেতার লোক পরিচয় দিয়ে মাদককারবারি করার অভিযোগ উঠেছে। এরা এতটাই বেপরোয়া যে থানার আশপাশে প্রকাশ্যে মাদক কেনাবেচা করছে কিন্তু থানা পুলিশ চুপচাপ রয়েছে। স্থানীয়রা জানায়,প্রতিটি মাদককারবারিদের সঙ্গে আইনশৃঙ্খা বাহিনীর সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাদককারকারিদের সঙ্গে সংপৃক্তিতা রয়েছে। তাই,উপজেলা জুড়ে হাত বাড়ালেই ফেনসিডিল ইয়াবা ইরোইন গাঁজা পাওয়া যায়। সংশ্লিষ্ট মাদক বিক্রেতা বলছে, পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করে তারা মাদক কারবার করে আসছে। চুক্তি না করলে একদিনও মাদককারবার করা সম্ভব না।
এ ব্যাপারে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম বলেন, কারফিউর মাঝে মাদককারবারিদের বেপরোয়ার হওয়ার ব্যাপারে আমার কিছু জানা নেই। তবে কেউ মাদককারবারি করলে,আমরা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করব।