ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ি মোস্তফা কামাল (৩৮) নামের এক ব্যবসায়ি নারায়নগঞ্জের ফতুল্লায় মামার বাড়ি বেড়াতে গিয়ে নিখোজ হয়েছেন। গত ২৫ জুলাই কালীগঞ্জ শহরের কলেজপাড়ার নিজ বাড়ি থেকে নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় মামার বাড়িতে যাওয়ার আগে প্রথমে ফতুল্লায় তার এক বন্ধু বশর উদ্দিনের বাসায় উঠেন। ২৮ জুলাই বন্ধুর বাড়ি থেকে মামার বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ি মোস্তফা কামালের সাথে থাকা দুইটি মোবাইল ফোনের চারটি সিম বন্ধ পাওয়া যাচ্ছে। যে কারণে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সকলের সকলের। এতে করে তার স্ত্রী সস্তান, পরিবার-পরিজন, নিকট আত্মীয় স্বজন সকলেই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন।এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ির শ্যালক রহিম শাহানেওয়াজ ৩০ জুলাই ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই সাধারণ ডায়েরি নং হলো-১৯৯০। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকা থেকে তার দুলাভাই মোস্তফা কামাল নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এই ব্যবসায়ি ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকার ২-নং ওয়ার্ড কলেজ পাড়ার বাসিন্দা। তিনি কালীগঞ্জ শহরের মনসুর প্লাজার দ্বিতীয়তলায় ‘‘নিউ স্পন্দন কালার ল্যাব’’ নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছিলেন। তার স্ত্রী ও ২ টি ছেলে সন্তান রয়েছে। কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান বলেন, ব্যাবসায়ী মোস্তফা কামালের নিখোঁজের ঘটনা খুবই দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে আমার এ ব্যবসায়ি ভাইয়ের সন্ধান খুঁজে বের করে পরিবারের নিকট ফেরত দেওয়ার ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম মিয়া জানান, মোস্তফা কামাল নামের এক ব্যক্তির সন্ধান চেয়ে একটি জিডি হয়েছে আমার থানাতে। প্রাথমিক খোঁজখবর নিয়েছি। তার নামে কোনো মামলা আমরা পাইনি। আমরা চেষ্টা করছি তার সন্ধান জানার জন্য।