কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি হবে বিকেলে। এ নিয়ে দুপুরে আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঢাকার সিএমএম কোর্টে এ শুনানি হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতার ঘটনার মামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়। কিছুকিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না।
অবশ্য সরকারও নিরপরাধ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে।