দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ আগষ্ট) বিকেল ৪টায় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চৌরাস্তা মোড়ে এক শোক মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত শোক মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, সহ সভাপতি কাজী মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী রেজা বাচা, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খান আনিসুর রহমান, ত্রান বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সদস্য কে এম আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার হীরা, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খান শাহ আলম, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন, রায়হান শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য শেখ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, আলামিন শেখ, আমিনুর রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম প্রমুখ।