পিরোজপুরে নিজ ঘর থেকে মধ্য বয়সী এক কৃষকের মর দেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পিরোজপুর সদর উপজেলার কাথুলিয়া গ্রামের সতীন্দ্রনাথের ছেলে তপন কুমার হালদার (৫৫) নামের ওই কৃষকের লাশ হাত-পা বাঁধা অবস্থায় তার নিজ গৃহ থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারনা তাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়ে থাকতে পারে।
কাথুলিয়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য উজ্জ্বল হালদার জানিয়েছেন, নিহত তপনের দু’ছেলে-মেয়ের মধ্যে ছেলে সাতক্ষীরায় ও মেয়ে জেলার নাজিরপুর উপজেলায় চাকুরী করছে, আর স্ত্রী বরিশাল বেড়াতে গিয়েছে। বাড়ীতে তপন একাই ছিল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার কোন সাড়া না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে খোঁজ নিতে গিয়ে দেখে হাত-পা বাধা অবস্থায় তপনের লাশ পড়ে আছে। তখন তারা পিারোজপুর সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: জুলফিকার আলী জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তার প্রাথমিক ধারনা। ঘর থেকে কোনো জিনিসপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটেনি। তবে তিনি জানিয়েছেন তদন্তে বিস্তারিত জানা যাবে।