জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাপাসিয়া উপজেলার শাখার উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ০১ আগষ্ট) দুপুরে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে শোক দিবসের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মাহাবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ।
কর্মসূচীর মধ্যে রয়েছে, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ, শোক শোভাযাত্রা। মাসব্যাপী কর্মসূচি শেষে সমাপনী আলোচনা ও দোয়া মাহফিল।