সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি বিষ প্রয়োগ করে মারা চিংড়ি মাছ আটক করেছে বন বিভাগ। এ সময় ৩ টি নৌকা, অবৈধ ভারতীয় কীটনাশক সহ নিষিদ্ধ ভেশাল জাল উদ্ধার করা হয়েছে। জানা গেছে ১ আগস্ট সকাল ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল চিংড়ি মাছ নৌকা সহ অন্যান্য জিনিষপত্র আটক করে। বন বিভাগের অভিযানে জানতে পেরে অসাধু জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
এর আগেও স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে অনেক নৌকা, অবৈধ জাল উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যাক্তিদের আটক পুর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত বিষযুক্ত অবৈধ চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।