"ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় মৎস্য অফিসের নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা, সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। এরপর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক।
শিক্ষক এসএম শফিকুল আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন,ওসি সুকান্ত সাহা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মৎস্য খামারি অভিজিৎ কুন্ডু, তৌফিক আহমেদ,আলাউদ্দিন বিশ্বাস, সুকুমার বাগচি, লাবনী রায় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ১০ টি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।এরা হলেন মৃন্ময় গাইন, বিজয় কৃষ্ণ বিশ্বাস, সুজলা মন্ডল, শেখ মহাতাব হোসেন, লাবনী রায়, অভিজিত কুন্ড টুটুল, অশ্বীনি গাইন, প্রফুল্ল রায়, কুমারেশ বৈদ্য, গাজী এজাজ আহমেদ,পুরষ্কারের স্বৃকৃতি স্বরুপ একটি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।