যশোরের মণিরামপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ এস এম ইয়াকুব আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, দুর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাজহারুল আনোয়ার, চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হামিদ সরদার প্রমুখ।