শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ এখনও উত্তাল। ছাত্র আন্দোলনের সঙ্গে একাগ্রতা প্রকাশ করেছেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। অহিংস এই আন্দোলন যখন সহিংসতায় রূপ নেয়, তখন মুখ খুলতে বাধ্য হয়েছে সাধারণ মানুষজনও। তাদের পাশাপাশি সংঘাত-সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তারকাশিল্পীরাও। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ২০১৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে ‘জয় বাংলা’ কনসার্ট। যেখানে অংশ নেয় দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলো। তবে এবার থেকে আর কখনোই এই আয়োজনে অংশ নেবে না ব্যান্ডদল নেমেসিস। সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া সংঘাত, নিহত, গণগ্রেপ্তার আর হয়রানির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটির সদস্যরা। আর সেকথা জানিয়েছে নেমেসিস তাদের ফেসবুক পেজে। তাদের কথায়, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে, আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হত আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কে-বা শুনবে। কিন্তু আর কত ভয়?’ সবাই জেগে উঠছে এমনটা দাবি করে দলটি লিখেছে, ‘বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে, আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’ এর আগে, সংগীতশিল্পী সিনা হাসান, পপাই বাংলাদেশ ও ক্রিপটিক ফেইট ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেয়।