কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ‘আওয়াজ উডা বাংলাদেশ’ শিরোনামে একটি গান করেছিলেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। গানটি প্রকাশের পরই তুমুল জনপ্রিয়তা পায় শ্রোতামহলে। আর এই গানের কারণেই গ্রেপ্তার হতে হয়েছে তাকে। শুধু তাই নয়, নেওয়া হয়েছে দুই দিনের রিমান্ডেও। এবার র্যাপার হান্নান হোসাইন শিমুলের সঙ্গে গলা মিলিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত বুধবার হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডের খবর প্রকাশ্যে আসার পরই এই নির্মতা ফেসবুকে লিখেছেন, ‘আওয়াজ উডা বাংলাদেশ/ গণহত্যার বিচার চাই!, আওয়াজ উডা, বাংলাদেশ/ পরিবর্তন চাই!, আওয়াজ উডা, উডা বাংলাদেশ!’ ফারুকী জানান, ‘আওয়াজ উডা’ গানের জন্য গায়ককে গ্রেপ্তার করেছে তারা। ঠিক আছে, আমরা সবাই এখন গাইছি ‘আওয়াজ উডা’! এদিকে, গেল ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ। হান্নানের গ্রেপ্তারের খবর শুনে দেশের সংগীতশিল্পীদের মাঝে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের নিন্দা জানাতে একাধিক সংগীতশিল্পী হ্যাশট্যাগ #ভৎববযধহহধহ ব্যবহার করে ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করছেন। উল্লেখ্য, তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গেল ১৮ জুলাই ইউটিউবে প্রকাশ করা হয়। এটি ইতিমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে র্যাপার হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই।’