বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোকাবহ আগস্টের প্রথম দিন ‘‘শোক মিছিল’’ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শোকাবহ আগস্ট ২০২৪ উপলক্ষে ১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহাসড়কে এ শোক মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে ওই শোক মিছিলে অংশ নেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, শহিদ মেহফুজ রচা, জেলা পরিষদ সদস্য এস, এম, অলি উজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিল্টন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী প্রমুখ।