গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদেরকে অনৈতিক প্রস্তাব দেওয়া অভিযোগ উঠেছে, এ ঘটনায় ৫ ছাত্রী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির কামরুজ্জামান তালুকদারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে কামরুজ্জামান তালুকদার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টিতে পড়ুয়া ছাত্রীদের অবিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পরেছেন। নাম প্রকাশ না করার শর্তে ১০ শ্রেণির এক ছাত্রী জানায়, মিঠু মন্ডল প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন। এমনকি তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে অশালীন কথাবার্তা বলেন। এ ব্যাপারে কয়েকজন ছাত্রী প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরীর কাছে জানালে তিনি মিঠু মন্ডলকে কিছু না বলে উল্টো ছাত্রীদের বকাঝকা করেন। এতে মিঠু মন্ডল আরো বেপরোয়া হয়ে ওঠেন। নিজেদের সম্মান বাঁচাতে ম্যানেজিং কমিটির নিকট লিখিত অভিযোগ দেই। ৭ম শ্রেণির আরেক ছাত্রী জানান, মিঠু মন্ডল প্রায়ই বলেন আমাকে তার ভালো লাগে। তার সাথে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। এ ব্যাপারে অভিযুক্ত মিঠু মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কোন ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেইনি। ছাত্রীরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী বলেন, বিষয়টি আমি জানতে পরে মিঠু মন্ডলকে ভর্ৎসনা করেছি। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমি অভিযোগ করেছি। আশা করছি তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, পিঞ্জুরী উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিং ও অশালীন প্রস্তাব সম্পর্কিত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।