১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কাল রাতে ঘাতকের নির্মম বুলেটের ক্ষত বয়ে চলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, দেশের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র সব সময়ই চলছে। তবে আগস্ট মাস আসলেই দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা আরও বৃদ্ধি পায়।
সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে মাসব্যাপী নানা কর্মসূচির অংশহিসেবে বৃহস্পতিবার বেলা এগারোটায় শোকাবহ আগস্টের প্রথমদিনে রক্তদান কর্মসূচির উদ্বোধণী অনুষ্ঠানে বরিশালবাসীকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়ে সিটি মেয়র আরও বলেন, কোটা আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই। শান্তি প্রিয় ছাত্রদের ইস্যু বানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা এখন আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকা- করে আসছে। আমরা শান্তি চাই, সন্ত্রাস চাই না। মানুষের মধ্যে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বরিশালবাসীর প্রতি আমার আবেদন, আপনারা বিভ্রান্ত হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থকারীদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দিয়ে একযোগে প্রতিহত করা হবে।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সিটি মেয়রের উদ্যোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহায়তায় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, এনামুল হক বাহার, কহিনুর বেগম, আওয়ামী লীগ নেতা রেজাউল হক হারুন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।