ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা বন বিভাগের আয়োজনে বেগমগঞ্জে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ফলজ বনজ ও ঔষুধি সহ ৫০০০ গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা ক্যাম্পাসের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মামুনুর রশিদ কিরণ। উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী, চৌমুহনী পৌরসভার সচিব মোহাম্মদ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।