ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষক দল ও জাসাসের দুই নেতাকে গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রাষ্ট্রীয় সম্পদ ভাংচুর জ¦ালাও পোড়াও সহ ধ্বংসাত্বক কাজে জড়িত ও ইন্ধনদাতাদের বিরূদ্ধে গত ১১ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে আসামি করে সরাইল থানায় একটি মামলা করেছেন। এই মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে পুলিশ উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল এলাকায় অভিযান চালিয়ে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জয়নাল আবেদীন রাজুকে গ্রেপ্তার করেছেন। রাজু ওই গ্রামের প্রয়াত রওশন আলীর ছেলে। একই রাতে চুন্টা থেকে গ্রেপ্তার করেছেন ইউনিয়ন জাসাসের সদস্য সচিব আবুল কাশেমের ছেলে ইব্রাহিমকে (৩২)। বিএনপি’র কেন্দ্রীয় নেতা সরাইলের সন্তান শেখ মোহাম্মদ শামীম মিথ্যা বানোয়াট মামলায় দলের ২ নেতাকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির দাবী করেছেন। বিএনপি’র উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা স্বস্থিতে নেই। ইতোমধ্যে প্রথম সারির অনেক নেতা আত্মগোপনে পার করছেন দিন রাত। স্থানীয় সিনিয়র নেতারা বলছেন, চলমান আন্দোলনে তাদের কোন ধরণের সম্পৃক্ততা নেই। সরকার বা স্থানীয় প্রশাসন অযথা তাদেরকে হয়রানি করছেন।