পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লা (৯২) গত বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে বুধবার বাদ মাগরিব গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তেবাড়িয়া কবরস্থানে দাফন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।